বিশ্বজুড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বৈদ্যুতিক গাড়ি। ২০২৩ সালে সারা বিশ্বে বিক্রি হওয়া ১৩ দশমিক ৬ মিলিয়ন বৈদ্যুতিক গাড়ির মধ্যে সম্পূর্ণ বৈদ্যুতিক বা ব্যাটারি বৈদ্যুতিক যান রয়েছে ৯ দশমিক ৫ মিলিয়ন।
বাজার বিশ্লেষক সংস্থা আরএইচও মোশনের তথ্যমতে, গত বছর বিশ্বে বৈদ্যুতিক গাড়ি ও প্লাগ-ইন হাইব্রিড যানবাহনের বিক্রি বেড়ছে ৩১ শতাংশ। যদিও এটি ২০২২ সালের ৬০ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে কম। সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে রেকর্ড ১৫ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে বিশ্বে।
সংস্থাটির তথ্যমতে, ২০২৪ সালে ২৫ থেকে ৩০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রি হতে পারে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় ইভি এর বিক্রি বেড়েছে ৫০ শতাংশ। অন্যদিকে ইউরোপ ও চীনে বেড়েছে যথাক্রমে ২৭ ও ১৫ শতাংশ।