ঢাকা     ১১ ডিসেম্বর ২০২৫ ||  ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

হার্লে ডেভিডসন বাজারে আনলো নতুন স্টাইলিশ বাইক

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ১০ ডিসেম্বর ২০২৫

হার্লে ডেভিডসন বাজারে আনলো নতুন স্টাইলিশ বাইক

প্রিমিয়াম বাইক নির্মাতা হার্লে ডেভিডসন ভারতীয় বাজারে উন্মোচন করেছে তাদের জনপ্রিয় ৪০০ সিসি বাইকের নতুন ভেরিয়েন্ট হার্লে ডেভিডসন এক্স৪৪০টি। ক্লাসিক হার্লে ডিজাইন ও আধুনিক স্পোর্টি লুকের সমন্বয়ে তৈরি এই মডেলটি আগের তুলনায় আরও আকর্ষণীয়।

এক্স৪৪০টির সবচেয়ে বড় শক্তি হলো এর ৪৪০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা উৎপন্ন করে ২৭ বিএইচপি পাওয়ার ও ৩৮ এনএম টর্ক। শহরের ভিড় কিংবা দীর্ঘ হাইওয়ে—সব জায়গাতেই বাইকটি স্মুথ ও স্থিতিশীল পারফরম্যান্স দিতে সক্ষম। উন্নত ৬-স্পিড গিয়ারবক্স রাইডিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করেছে। যদিও নতুন ভেরিয়েন্টের ওজন বেড়ে ১৯২ কেজি, তবুও ব্যালেন্সিং ও কন্ট্রোল ব্যবস্থার উন্নতির কারণে চালাতে কোনো অসুবিধা হয় না।

ফিচারের ক্ষেত্রে এক্স৪৪০টি নিঃসন্দেহে ৪০০ সিসি সেগমেন্টে একটি প্রিমিয়াম প্যাকেজ। এতে রয়েছে এলইডি হেডলাইট, ফুল-টিএফটি ডিসপ্লে, রাইড-বাই-ওয়্যার, দুই ধরনের রাইডিং মোড—রেইন ও রোড, সুইচেবল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল। নিরাপত্তার জন্য রয়েছে ইউএসডি ফর্ক, মনোশক সাসপেনশন, ১৮-ইঞ্চি অ্যালয় হুইল এবং ডুয়াল-চ্যানেল এবিএসসহ ডিস্ক ব্রেক।

হার্লে ডেভিডসনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কোলজা রেবস্টক বলেন, এক্স৪৪০-এর সাফল্য ভারতের বাজারে নতুন সম্ভাবনা তৈরি করেছে, আর নতুন এক্স৪৪০টি তরুণদের জন্য পারফরম্যান্স, প্রযুক্তি ও স্টাইলের সমন্বিত অভিজ্ঞতা দেবে। ভারতে এক্স৪৪০টি-এর দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৯ হাজার রুপি।