প্রিমিয়াম বাইক নির্মাতা হার্লে ডেভিডসন ভারতীয় বাজারে উন্মোচন করেছে তাদের জনপ্রিয় ৪০০ সিসি বাইকের নতুন ভেরিয়েন্ট হার্লে ডেভিডসন এক্স৪৪০টি। ক্লাসিক হার্লে ডিজাইন ও আধুনিক স্পোর্টি লুকের সমন্বয়ে তৈরি এই মডেলটি আগের তুলনায় আরও আকর্ষণীয়।
এক্স৪৪০টির সবচেয়ে বড় শক্তি হলো এর ৪৪০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা উৎপন্ন করে ২৭ বিএইচপি পাওয়ার ও ৩৮ এনএম টর্ক। শহরের ভিড় কিংবা দীর্ঘ হাইওয়ে—সব জায়গাতেই বাইকটি স্মুথ ও স্থিতিশীল পারফরম্যান্স দিতে সক্ষম। উন্নত ৬-স্পিড গিয়ারবক্স রাইডিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করেছে। যদিও নতুন ভেরিয়েন্টের ওজন বেড়ে ১৯২ কেজি, তবুও ব্যালেন্সিং ও কন্ট্রোল ব্যবস্থার উন্নতির কারণে চালাতে কোনো অসুবিধা হয় না।
ফিচারের ক্ষেত্রে এক্স৪৪০টি নিঃসন্দেহে ৪০০ সিসি সেগমেন্টে একটি প্রিমিয়াম প্যাকেজ। এতে রয়েছে এলইডি হেডলাইট, ফুল-টিএফটি ডিসপ্লে, রাইড-বাই-ওয়্যার, দুই ধরনের রাইডিং মোড—রেইন ও রোড, সুইচেবল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল। নিরাপত্তার জন্য রয়েছে ইউএসডি ফর্ক, মনোশক সাসপেনশন, ১৮-ইঞ্চি অ্যালয় হুইল এবং ডুয়াল-চ্যানেল এবিএসসহ ডিস্ক ব্রেক।
হার্লে ডেভিডসনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কোলজা রেবস্টক বলেন, এক্স৪৪০-এর সাফল্য ভারতের বাজারে নতুন সম্ভাবনা তৈরি করেছে, আর নতুন এক্স৪৪০টি তরুণদের জন্য পারফরম্যান্স, প্রযুক্তি ও স্টাইলের সমন্বিত অভিজ্ঞতা দেবে। ভারতে এক্স৪৪০টি-এর দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৯ হাজার রুপি।
