পানিরোধী নতুন স্মার্টফোন আনলো রিয়েলমি
দেশের বাজারে পানিরোধী নতুন স্মার্টফোন নিয়ে এসেছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। স্মার্টফোনটিতে রয়েছে আইপি৬৯, আইপি৬৮, আইপি৬৬ রেটিং সম্বলিত এবং মেলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফাইড; যেটি কি না পানি, ধুলো ও দুর্ঘটনাজনিত পতনেও ফোনকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়।
রোববার, ২০ এপ্রিল ২০২৫, ১৫:৪৭