
চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি (BYD) দুর্ঘটনার ঝুঁকির কারণে ১ লাখ ১৫ হাজার ৭৮৩টি বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি বাজার থেকে প্রত্যাহার করে নিচ্ছে। ডিজাইন ত্রুটি এবং ব্যাটারি সম্পর্কিত নিরাপত্তা ঝুঁকির কারণে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে উৎপাদিত তাং (Tang) সিরিজের ৪৪,৫৩৫টি হাইব্রিড গাড়ির একটি যন্ত্রাংশে নকশার ত্রুটি ধরা পড়েছে। এতে ড্রাইভিং মোটর কন্ট্রোলার ঠিকমতো কাজ না করতে পারে, যা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করতে পারে। এছাড়া ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে উৎপাদিত ৭১,২৪৮টি ইউয়ান প্রো ইলেকট্রিক গাড়িতে ব্যাটারি স্থাপনের ত্রুটি পাওয়া গেছে। এতে ব্যাটারির দুর্বল সিলিংয়ের কারণে ভেতরে পানি ঢুকে যেতে পারে।
চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন (SAMR) তদন্তের পর এই নিরাপত্তা ঝুঁকির কথা নিশ্চিত করেছে।
বিওয়াইডি ঘোষণা করেছে যে, তারা তাদের ডিলারশিপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ করবে এবং বিনা খরচে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করবে।
এটি বিওয়াইডি-এর ইতিহাসে সবচেয়ে বড় গাড়ি প্রত্যাহারের ঘটনা। এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে ফায়ারস্কের কারণে এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে স্টিয়ারিং কন্ট্রোলের সমস্যার কারণে প্রতিষ্ঠানটি ছোট পরিসরে গাড়ি প্রত্যাহার করেছিল।
এই প্রত্যাহারের ঘোষণা এমন এক সময়ে এলো, যখন চীনের বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে বিওয়াইডি-এর বিক্রি ও বাজার আধিপত্য হ্রাস পাচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।