
ব্যক্তিগত পরিবহন প্রযুক্তিতে এক নতুন যুগের সূচনা করেছে ‘ভোলোনট এয়ারবাইক’—একটি জেটচালিত উড়ন্ত বাইক, যা আকাশে সুপারহিরোর মতো উড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে। পোলিশ উদ্ভাবক ও উদ্যোক্তা টমাজ পাটান কয়েক বছর ধরে গোপনে উন্নয়ন শেষে উন্মোচন করেছেন এই অনন্য যন্ত্রটি।
মাত্র ৬৭ পাউন্ড ওজনের এয়ারবাইকটি প্রচলিত হেলিকপ্টার বা ড্রোনের মতো প্রপেলার নয়, এটি একাধিক জেট ইঞ্জিন ব্যবহার করে। ফলে এটি কম্পনহীন, মসৃণ এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য এক অভিজ্ঞতা দেয়। চালক মোটরবাইকের মতোই সামনের দিকে ঝুঁকে বসেন এবং উন্নত সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য বজায় রাখে। উদ্ভাবকের দাবি, এটি চালানো “আর্কেড গেম খেলার মতোই সহজ” এবং চালাতে কোনো পাইলট লাইসেন্সের প্রয়োজন নেই।
যুক্তরাষ্ট্রের সিএফআর পার্ট ১০৩ শ্রেণির ‘আল্ট্রালাইট’ বিমানের তালিকাভুক্ত হওয়ায় এটি লাইসেন্স ছাড়াই চালানো যায়। বাইকটি জেট ফুয়েল, ডিজেল বা বায়োডিজেল—যেকোনো জ্বালানিতে চলতে পারে এবং এক মিনিটেরও কম সময়ে রিফুয়েল করা সম্ভব।
উড়ন্ত বাইকটি এক যাত্রী বহনে সীমাবদ্ধ থাকলেও সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬৩ মাইল। এর দামও সাধারণ নাগরিকের নাগালের বাইরে—প্রায় ৮ লাখ ৮০ হাজার ডলার। তবুও এটি ব্যক্তিগত বিমান চলাচলে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভোলোনট এয়ারবাইক ভবিষ্যতের ব্যক্তিগত উড্ডয়ন প্রযুক্তির দিগন্ত উন্মোচন করেছে—যা একদিন আকাশপথের দৈনন্দিন যাতায়াতকেও বাস্তবে পরিণত করতে পারে।