রিয়েলমি ৮ প্রো: এক ধাপ এগিয়ে, দুই ধাপ পিছিয়ে
চীনা মোবাইল ব্যান্ড রিয়েলমি সম্প্রতি বাজারে এনেছে রিয়েলমি ৮ সিরিজের স্মার্টফোন। এই স্মার্টফোনগুলি যথাক্রমে রিয়েলমি ৭ এবং রিয়েলমি ৭ প্রো এর উত্তরসূরি এবং AMOLED ডিসপ্লে সহ কিছু ভাল হার্ডওয়্যার বৈশিষ্ট্যযুক্ত। সুতরাং রিয়েলমি ৮ প্রো কী রিয়েলমি ৭ প্রো এর তুলনায় উপযুক্ত আপগ্রেড, এবং এটি কি শাওমির রেডমি নোট ১০ প্রো এর থেকে ভালো? তবে দেখা যাক কী আছে রিয়েলমি ৮ প্রো`তে।
বুধবার, ২৮ এপ্রিল ২০২১, ১৪:২৫