ঢাকা     ২৬ জানুয়ারি ২০২৬ ||  ১৩ মাঘ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

একবার চার্জে দেড় হাজার কিলো চলবে চেরির ইভি

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৪৫, ২৬ জানুয়ারি ২০২৬

একবার চার্জে দেড় হাজার কিলো চলবে চেরির ইভি

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতির ঘোষণা দিয়েছে চীনা অটোমোবাইল নির্মাতা চেরি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে তৈরি তাদের নতুন ইভি এক চার্জে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার পথ চলতে পারবে। চলতি বছরই চেরির প্রিমিয়াম ব্র্যান্ড এক্সিড–এর অধীনে ‘লিফেং’ মডেলের মাধ্যমে এই প্রযুক্তির গাড়ি উন্মোচনের পরিকল্পনা রয়েছে।

চেরির সলিড-স্টেট ব্যাটারি রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, নতুন ব্যাটারিটির শক্তির ঘনত্ব প্রতি কেজিতে ৬০০ ওয়াট-আওয়ার, যা বর্তমানে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় অনেক বেশি। চীনের সরকারি মানদণ্ড সিএলটিসি অনুযায়ী পরীক্ষায় এ গাড়ির মাইলেজ নিশ্চিত করা হয়েছে। এছাড়া মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতেও ব্যাটারিটি স্বাভাবিক কর্মক্ষমতা বজায় রাখতে সক্ষম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

আধুনিক ৮০০ ভোল্ট আর্কিটেকচার–এর এই ইভিতে রয়েছে ৩০ হাজার আরপিএম ক্ষমতার ইলেকট্রিক মোটর, যা তিন সেকেন্ডের কম সময়ে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৬০ কিলোমিটার।

চেরি জানিয়েছে, প্রাথমিকভাবে রাইড-শেয়ারিং ও কার রেন্টাল খাতে পরীক্ষামূলকভাবে গাড়িটি চালু করা হবে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর ২০২৭ সাল থেকে সলিড-স্টেট ব্যাটারিচালিত গাড়ির বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে।

বিশ্লেষকদের মতে, চেরির আগে থেকেই ফক্সওয়াগন ও মার্সিডিজ-বেঞ্জের মতো পশ্চিমা কোম্পানিগুলো কোয়ান্টামস্কেপ ও ফ্যাক্টোরিয়ালের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে এ প্রযুক্তিতে বড় বিনিয়োগ করে আসছে। তবে চেরির নতুন এ ঘোষণা প্রতিযোগিতায় অনেকখানি এগিয়ে রাখবে কোম্পানিটিকে।