ভারতে বাড়ছে গাড়ি বিক্রি
করোনা মন্দার পর ধীরে ধীরে ভারতের বাজারে বাড়ছে গাড়ি বিক্রি। নির্মাতা প্রতিষ্ঠান থেকে গাড়ি ক্রয় করে ডিলাররা শো-রুমে বিক্রির জন্য রাখছেন। শুক্রবার সংস্থাগুলির সংগঠন সিয়াম জানিয়েছে, গত মাসে ডিলাররা আগের বছরের একই মাসের তুলনায় ৪.৬% বেশি যাত্রিগাড়ি কিনেছে। সিয়াম অবশ্য এ দিন প্রথমে যাত্রিগাড়ির পাইকারি বিক্রি প্রায় ১৩% বেড়েছে বলে জানিয়েছিল।
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০, ১৪:০৭