ঢাকা     ১৪ নভেম্বর ২০২৫ ||  ৩০ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দেশের বাজারে আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড গাড়ি

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ১৩ নভেম্বর ২০২৫

দেশের বাজারে আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড গাড়ি

দেশের গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করতে আসছে ব্রিটিশ অটোমোবাইল ব্র্যান্ড এমজি’র নতুন এইচএস সিরিজের গাড়ি। এ সিরিজে থাকছে দুটি আধুনিক মডেল — সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) এবং হাইব্রিড প্লাস। 

জ্বালানি সাশ্রয়, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং আরামদায়ক যাত্রাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে নতুন এমজি এইচএস হাইব্রিড সিরিজ। এর মধ্যে প্লাগ-ইন হাইব্রিড মডেলটি একবার ফুল চার্জে কেবল বৈদ্যুতিক শক্তিতে ১২০ কিলোমিটারের বেশি চলতে পারে। ফুল চার্জ ও ফুল ট্যাংক জ্বালানীর সম্মিলিত শক্তিতে গাড়িটি ১,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম।

অন্যদিকে, হাইব্রিড প্লাস মডেলে রয়েছে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম, যা বিদ্যুৎ ও পেট্রোলের সমন্বয়ে সর্বোচ্চ দক্ষতা ও আরাম নিশ্চিত করে। এর ফলে জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ উভয়ই কমে আসে।

বর্তমানে দেশের বিভিন্ন শোরুম ও অনুমোদিত ডিলার পয়েন্টে এমজি এইচএসের দুটি হাইব্রিড সংস্করণের প্রি-বুকিং চলছে।