ঢাকা     ২৫ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ভারতে দ্রুতগতির বৈদ্যুতিক মোটরসাইকেল বিক্রি শুরু

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ৩১ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৮:২১, ৬ জানুয়ারি ২০২১

ভারতে দ্রুতগতির বৈদ্যুতিক মোটরসাইকেল বিক্রি শুরু

ভারতের বাজারে আগেই লঞ্চ করেছিল  'KRIDN'. এবার দেশের সব থেকে দ্রুতগতির বৈদ্যুতিক মোটরসাইকেলে ডেলিভারি শুরু করলো সংস্থাটি। নতুন বছরের শুরুতে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতেও ডেলিভারি শুরু হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মোটরসাইকেলটির দাম ১.২৯ লাখ ভারতীয় টাকা। 5.5 kW অথবা 7.4 bhp- এই মোটরসাইকেলে 3 kWh lithium-ion ব্যাটারি থাকবে। 160 Nm torque পাওয়া যাবে।  normal mode-এ ৮০ কিমি ও eco mode-এ ১১০ কিমি চলবে। সামনের চাকায়  240 mm disc ও পিছনে 220 mm disc থাকবে। সঙ্গে combined braking system থাকছে। এই মোটরসাইকেলে ব্যবহৃত পার্টস-এর ৮০ শতাংশ ভারতেই তৈরি বলে জানানো হয়েছে।

এই মোটরসাইকেলে থাকবে digital odometer. সেইসঙ্গে optional Bluetooth connectivity থাকবে। KRIDN ও KRIDN R- আপাতত এই দুই ভ্যারিয়েন্ট-এ পাওয়া যাবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মোটরসাইকেল পরবর্তীতে  bike taxi services-এ ব্যবহৃত হতে পারে। তবে আপাতত ভারতের রাস্তায় এই মোটরসাইকেলের পারফরম্যান্স কেমন হয়, সেটাই দেখার অপেক্ষা রয়েছে।