ঢাকা     ১২ সেপ্টেম্বর ২০২৪ ||  ২৮ ভাদ্র ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ই-স্কুটার: এক চার্জে ছুঁটবে ৩০০ কিলোমিটার

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২২:৪০, ১৬ সেপ্টেম্বর ২০২৩

ই-স্কুটার: এক চার্জে ছুঁটবে ৩০০ কিলোমিটার

জ্বালানি সাশ্রয় হওয়ায় দিন দিন বাড়ছে বৈদ্যুতিক বাইক-স্কুটারের জনপ্রিয়তা। বাইক নির্মাতা সংস্থাগুলোও বৈদ্যুতিক বাইবে আনছে নতুনত্ব। ভারতীয় ই-বাইক প্রতিষ্ঠান আইএমই নিয়ে এসেছে নতুন একটি বৈদ্যুতিক স্কুটার। আইএমই র‌্যাপিড নামের ই-স্কুটারটি একবার চার্জ দিলে ছুঁটবে ৩০০ কিলোমিটার পর্যন্ত।

ই-স্কুটারটিতে দেয়া হয়েছে দুই কিলোওয়াট আওয়ারের ইলেকট্রিক মোটর এবং ৬০ ভোল্টের ব্যাটারিতে ২৬/৫২/৭২ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি অপশনে পাওয়া যাবে স্কুটারটি। এটি একাধিক রেঞ্জের ভেরিয়েন্টসহ বাজারে এনেছে সংস্থাটি। প্রথম ভেরিয়েন্টে রেঞ্জ মিলবে ফুল চার্জে ১০০ কিলোমিটার, দ্বিতীয় ভেরিয়েন্টে ২০০ কিলোমিটার এবং তৃতীয় মডেলে ফুল চার্জে ৩০০ কিলোমিটার।

স্কুটারের সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আরও রয়েছে ডিস্ক ব্রেক এবং একাধিক স্মার্ট ফিচার। ভারতীয় বাজারে স্কুটারটির দাম শুরু হয়েছে ৯৯ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার রুপি পর্যন্ত।