ঢাকা     ২৭ জুলাই ২০২৪ ||  ১২ শ্রাবণ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

মাত্র ১৫ মিনিটের চার্জে চলবে ৮০০ কিলোমিটার

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ৯ জুলাই ২০২৩

মাত্র ১৫ মিনিটের চার্জে চলবে ৮০০ কিলোমিটার

বৈদ্যুতিক গাড়ির চমক দিয়ে এসেছে চীনা বৈদ্যুতিক যানবাহন স্টার্টআপ প্রতিষ্ঠান লি অটো। তাদের বৈদ্যুতিক গাড়ির তালিকায় এবার যুক্ত হলো নতুন এসইউভি লি মেগা।

সংস্থার দাবি, গাড়িটি মাত্র ১৫ মিনিটে ১০০ শতাংশ চার্জ হয়ে যায়। আর একবার ফুল চার্জ হয়ে গেলে গাড়িটি ৮০০ কিলোমিটার পর্যন্ত ছুটবে। কোম্পানি ৫০০ ওয়াট শক্তি সম্পন্ন চার্জিং স্টেশন গড়ে তুলবে এই গাড়ির জন্য।

গাড়িটির আরো একটি বিশেষ ফিচার্স হলো সেলফ-ড্রাইভিং ফিচার্স। অর্থাৎ চালক ছাড়াই রাস্তা নেভিগেট করে গাড়ি চলবে।

বর্তমানে বিশ্বে অধিকাংশ ইলেকট্রিক গাড়ি সর্বোচ্চ ৪০০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। তবে এক্ষেত্রে বিশেষ নজির গড়তে চলেছে এই ইলেকট্রিক গাড়ি। গাড়িটির দাম ৭০ হাজার ১৬০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৭৫ লাখ ৬২ হাজার টাকা।