বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশের বাজারে তাদের বহুল প্রত্যাশিত স্মার্টফোন অনার এক্স৯ডি উন্মোচনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সর্বোচ্চ স্থায়িত্ব ও শক্তিশালী ব্যাটারি পারফরমেন্সের কারণে মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা করছেন প্রযুক্তিপ্রেমীরা।
অনার এক্স৯ডি ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। ৬.১৩৩ মিটার উচ্চতা থেকে পড়ে কোনো ক্ষতি না হওয়ায় ডিভাইসটির অসাধারণ স্থায়িত্ব প্রমাণিত হয়েছে। পাশাপাশি স্মার্টফোন শিল্পে প্রথমবারের মতো এটি অর্জন করেছে এসজিএস ট্রিপল রেজিস্ট্যান্ট প্রিমিয়াম পারফরমেন্স সার্টিফিকেশন।
ডিভাইসটিতে রয়েছে ৮৩০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি, যা বর্তমানে বাজারের অন্যতম সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন। ছবি তোলার জন্য এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং ক্যামেরা। শক্তিশালী পারফরমেন্স নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর।
অনার এক্স৯ডি বাজারে আসছে সানশাইন গোল্ড, মিডনাইট ব্ল্যাক ও রেডিশ ব্রাউন—এই তিনটি রঙে। স্মার্টফোনটির প্রি-বুকিং শুরু হবে ৪ জানুয়ারি, যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।
