ঢাকা     ১৫ ডিসেম্বর ২০২৫ ||  ১ পৌষ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

নকিয়ার সঙ্গে বিপিসিএস কনসোর্টিয়াম সদস্যদের এসএলটিই চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৫, ১৫ ডিসেম্বর ২০২৫

নকিয়ার সঙ্গে বিপিসিএস কনসোর্টিয়াম সদস্যদের এসএলটিই চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম সাবমেরিন ক্যাবল প্রকল্প কক্সবাজার–সিঙ্গাপুর রুটে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। বাংলাদেশ প্রাইভেট ক্যাবল সিস্টেম (বিপিসিএস) কনসোর্টিয়াম নকিয়ার সঙ্গে সাবমেরিন লাইন টার্মিনাল ইকুইপমেন্ট (এসএলটিই) সরবরাহের চুক্তি স্বাক্ষর করেছে। 

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। বিপিসিএস কনসোর্টিয়ামের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মেটাকোর সাবকম লিমিটেডের প্রধান নির্বাহী আমিনুল হাকিম, সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ আল ইসলাম এবং সিডিনেট কমিউনিকেশন্স লিমিটেডের প্রধান নির্বাহী মো. মশিউর রহমান। নকিয়ার পক্ষে স্বাক্ষর করেন নকিয়া ইন্ডিয়ার হেড অব সেলস ইউনিট প্রশান্ত মালকানি ও সিনিয়র সেলস অ্যাকাউন্ট ডিরেক্টর সুমন প্রাসাদ।

কনসোর্টিয়াম সূত্র জানায়, বর্তমানে দেশে ব্যান্ডউইথ ব্যবহার ৯,০০০ জিবিপিএস, যা ২০২৭ সালের মাঝামাঝি সময়ে ২০,০০০ জিবিপিএস এবং ২০৩০ সালে প্রায় ৫০,০০০ জিবিপিএসে পৌঁছাবে। এই চাহিদা পূরণে উদ্যোক্তারা ইতোমধ্যে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং ২০২৬ সালের জুনের পর আরও ১,২০০–১,৩০০ কোটি টাকা ব্যয়ে ৩ পেয়ার ক্যাবল চালুর পরিকল্পনা রয়েছে।

নতুন ক্যাবল চালু হলে ভারতনির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং নকিয়ার শক্তি-সাশ্রয়ী প্রযুক্তির কারণে ব্যান্ডউইথ ও ইন্টারনেটের খরচ কমবে বলে আশা করা হচ্ছে।