ঢাকা     ১৫ ডিসেম্বর ২০২৫ ||  ১ পৌষ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

চালু হলো বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’

প্রকাশিত: ১৫:২০, ১৫ ডিসেম্বর ২০২৫

চালু হলো বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’

বাংলা ভাষাকে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই (kagoj.ai)’ চালু হয়েছে। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’। 

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এ দুটি প্রযুক্তির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পরীক্ষামূলকভাবে গত দুই সপ্তাহে প্রায় চার হাজার ব্যবহারকারী ‘কাগজ ডট এআই’ ব্যবহার করেছেন এবং ইতিবাচক ফল পাওয়া গেছে। বাংলা ভাষাকে সবার জন্য উন্মুক্ত করতে এই প্ল্যাটফর্মের এপিআই উন্মুক্ত করা হবে এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করে সোর্স কোড উন্মুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, বাংলা ভাষার নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য রক্ষায় দেশের প্রতিটি নৃগোষ্ঠীর ভাষার ১০ হাজার ওরাল মিনিট সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে, যার মাধ্যমে একটি বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ বাংলা লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ ও কনটেন্ট তৈরিতে এআই ব্যবহারের সুযোগ দেবে। নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগগুলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় তৈরি হয়েছে।