 
						
									বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স ১৬.৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল চিপ সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি ২০২৪ সালের জুলাই মাস থেকে শুরু হয়ে ২০৩৩ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় স্যামসাং টেসলার জন্য উন্নতমানের পরবর্তী প্রজন্মের AI চিপ (AI6) সরবরাহ করবে, যা টেসলার স্বয়ংক্রিয় চালনা (FSD) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে ব্যবহার করা হবে।
চুক্তির আওতায়, স্যামসাং তাদের যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে অবস্থিত Taylor Fab নামক আধুনিক উৎপাদন কেন্দ্রে এই AI চিপগুলো উৎপাদন করবে। টেসলার মালিক ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে (পূর্বতন টুইটার) এক বিবৃতিতে জানিয়েছেন, “স্যামসাং-এর সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যানবাহন তৈরিতে বড় ভূমিকা রাখবে। তারা AI4 চিপ উৎপাদনে দক্ষ, এবং AI6 চিপ উৎপাদনের কাজও সফলভাবে সম্পন্ন করবে বলে আমরা আশাবাদী।”
বিশ্লেষকরা বলছেন, স্যামসাংয়ের ব্যবসার জন্য এটি একটি বড় সাফল্য। দীর্ঘদিন ধরেই এই খাতে তারা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী TSMC-এর (তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি) তুলনায় পিছিয়ে ছিল। এই চুক্তির ফলে স্যামসাংয়ের অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। ইতোমধ্যেই এই খবর প্রকাশের পর কোম্পানির শেয়ারের মূল্য প্রায় ৬ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।
টেসলা বর্তমানে নিজস্ব AI প্রসেসর, বিশেষ করে Dojo সুপারকম্পিউটার-এর জন্য অত্যাধুনিক চিপ উন্নয়নে কাজ করছে। এই প্রজন্মের AI6 চিপগুলো সেইসব প্ল্যাটফর্মে ব্যবহৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

 
	                                     
	                                     
	                                     
	                                     
	                                     
	                                     
	                                    