ইলন মাস্ক
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হলেন। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ রায়ে টেসলার বিশাল বেতন ও শেয়ার অপশন প্যাকেজ পুনর্বহাল হওয়ায় তার সম্পদ হঠাৎ করেই লাফিয়ে বেড়ে যায়।
ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, শুক্রবার রাতে মাস্কের মোট সম্পদ দাঁড়ায় প্রায় ৭৪৯ বিলিয়ন ডলার। আদালতের রায়ে টেসলার শেয়ার অপশন বাবদ প্রায় ১৩৯ বিলিয়ন ডলারের সুবিধা ফিরে পান তিনি। এই অপশনগুলো ছিল ২০১৮ সালের টেসলার ঐতিহাসিক পারিশ্রমিক চুক্তির অংশ, যা গত বছর নিম্ন আদালত বাতিল করেছিল।
২০২৪ সালে ডেলাওয়্যারের এক বিচারক মাস্কের বেতন প্যাকেজকে ‘অবিশ্বাস্য’ উল্লেখ করে টেসলার পরিচালনা পর্ষদের তদারকি নিয়ে প্রশ্ন তোলেন। তবে সর্বোচ্চ আদালত রায়ে জানান, ওই সিদ্ধান্ত ছিল অনুচিত ও মাস্কের প্রতি অন্যায্য।
এই রায় এমন এক সময়ে এলো, যখন চলতি সপ্তাহেই মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেন। তার সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে স্পেসএক্স, যা শিগগিরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
এদিকে, গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য নতুন এক পারিশ্রমিক কাঠামো অনুমোদন দেন, যার সম্ভাব্য মূল্য ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। সর্বশেষ উল্লম্ফনে গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের চেয়ে প্রায় ৫০০ বিলিয়ন ডলার এগিয়ে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন ইলন মাস্ক।
