ঢাকা     ২৩ ডিসেম্বর ২০২৫ ||  ৯ পৌষ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

নিরাপদ বিনিয়োগের চাহিদায় সোনার দাম রেকর্ড উচ্চতায়

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ২৩ ডিসেম্বর ২০২৫

নিরাপদ বিনিয়োগের চাহিদায় সোনার দাম রেকর্ড উচ্চতায়

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়ে মঙ্গলবার সোনার দাম নতুন রেকর্ডে পৌঁছেছে। একপর্যায়ে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৪,৫০০ ডলারের কাছাকাছি চলে যায়। একই সঙ্গে রুপার দামও সর্বোচ্চ পর্যায়ে ওঠে।

স্পট মার্কেটে সোনার দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৪৮৬.৪১ ডলারে দাঁড়ায়, এর আগে দিনের শুরুতে তা রেকর্ড ৪,৪৯৭.৫৫ ডলারে পৌঁছেছিল। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার দাম ১.১ শতাংশ বেড়ে ৪,৫১৯.৭০ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রে সুদহার আরও কমার সম্ভাবনা সোনার দামে ঊর্ধ্বগতি তৈরি করেছে। নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।

এছাড়া আগামী বছরের শুরুতেই নতুন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন জল্পনাও বাজারে প্রভাব ফেলেছে। ফলে আগামী বছরে যুক্তরাষ্ট্রে সুদহার কমার প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে। ভূরাজনৈতিক ঝুঁকি, সুদহার কমার আশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় এবং বিনিয়োগ তহবিলের প্রবাহ এ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯.৭০ ডলারে পৌঁছেছে, যা আগে রেকর্ড ৬৯.৯৮ ডলার ছুঁয়েছিল। অন্যদিকে প্লাটিনামের দাম ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ এবং প্যালাডিয়ামের দাম তিন বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।