দেশের বাজারে স্বর্ণের দাম সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আজ থেকে থেকে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গত ১৯ অক্টোবর প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৩৮১ টাকা।
এর মাত্র এক সপ্তাহ আগেই বাজুস স্বর্ণের দাম নির্ধারণ করেছিল প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা (১১.৬৬৪ গ্রাম)। পরে আন্তর্জাতিক বাজারে কিছুটা দরপতনের কারণে দেশের বাজারে দাম নেমে প্রায় ২ লাখ টাকার আশপাশে ঘোরাফেরা করছিল। তবে সাম্প্রতিক সময়ে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ায় এর দাম ফের বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস পূর্বাভাস দিয়েছে—২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৯০০ ডলার পর্যন্ত বাড়তে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকগুলোর উচ্চ চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সুদহার কমার সম্ভাবনাই স্বর্ণের দামে এই ঊর্ধ্বগতি বজায় রাখবে বলে ধারণা করা হচ্ছে।
