অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩১ জানুয়ারি।
রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪ অনুযায়ী জনস্বার্থে ও সরকারের অনুমোদনে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতাদের জন্য এ সময় বাড়ানো হয়েছে। আগে এই সময়সীমা ৩০ নভেম্বর ছিল, যা প্রথম দফায় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। করদাতা ও ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবার দ্বিতীয় দফায় সময় আরও বাড়ানো হলো।
এনবিআর সূত্র জানায়, চলতি করবর্ষে এখন পর্যন্ত ১০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। গত ৪ আগস্ট ২০২৫ সালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে ই-রিটার্ন সেবার উদ্বোধন করেন।
চলতি বছর বিশেষ আদেশে অধিকাংশ ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি, বিদেশে অবস্থানরত করদাতা ও কয়েকটি নির্দিষ্ট শ্রেণি এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন। এনবিআর জানায়, কাগজপত্র ছাড়াই ই-রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক স্বীকৃতি স্লিপ ও আয়কর সনদ পাওয়া যাচ্ছে, ফলে দেশে-বিদেশে করদাতাদের মধ্যে এ সেবা দ্রুত জনপ্রিয় হচ্ছে।
