ঢাকা     ২১ ডিসেম্বর ২০২৫ ||  ৭ পৌষ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দিতে নতুন স্মার্টফোন হেলিও ৫৫

প্রকাশিত: ১৬:২৫, ২১ ডিসেম্বর ২০২৫

ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দিতে নতুন স্মার্টফোন হেলিও ৫৫

হেলিও তাদের স্মার্টফোন লাইনআপে নতুন সংযোজন হিসেবে উন্মোচন করেছে হেলিও ৫৫। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের এই স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৪,৯৯৯ টাকা, যার সঙ্গে রয়েছে গ্রামীণফোনের আকর্ষণীয় বান্ডেল অফার।

হেলিও ৫৫-এ ব্যবহৃত হয়েছে সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৫, যা উন্নত পারফরম্যান্স, দ্রুত অ্যাপ ওপেনিং ও আধুনিক কাস্টমাইজেশন সুবিধা দেবে। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ এফএইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে, আয়রন গার্ড গ্লাস প্রোটেকশনসহ।

ফোনটি চালিত হচ্ছে মিডিয়াটেক হেলিও জি৯২ চিপসেট ও ২.০ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসরে। ফটোগ্রাফির জন্য আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, আইপি৬৪ রেটিং, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টসহ নানা স্মার্ট ফিচার হেলিও ৫৫-কে বাজেটের মধ্যে একটি শক্তিশালী ফ্ল্যাগশিপ বিকল্প করে তুলেছে।