ঢাকা     ১৫ ডিসেম্বর ২০২৫ ||  ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশের পর বড় অঙ্কের লোকসান দেখাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৮, ১৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩৯, ১৪ ডিসেম্বর ২০২৫

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশের পর বড় অঙ্কের লোকসান দেখাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ের সংশোধিত আর্থিক প্রতিবেদনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিশাল অঙ্কের লোকসান দেখিয়েছে। সংশোধিত অনিরীক্ষিত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী, নয় মাসে ব্যাংকটির লোকসান দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৭৬ কোটি টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৪৬২.৫৭ টাকা। যেখানে ২০২৪ সালের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ০.২৬ টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ৪৭৬.৫৭ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ০.৪৮ টাকা আয়।

ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক ২৫ নভেম্বর ২০২৫ তারিখের এক চিঠির মাধ্যমে আগে দেওয়া ‘ডেফারেল’ সুবিধা প্রত্যাহার করে নেয়। এই সুবিধার আওতায় প্রভিশন ঘাটতি সমন্বয় ছাড়াই আর্থিক প্রতিবেদন প্রস্তুতের সুযোগ ছিল। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় প্রয়োজনীয় প্রভিশন সমন্বয়ের পরই তৃতীয় প্রান্তিক ও পরবর্তী সময়ের আর্থিক প্রতিবেদন তৈরি করতে হয়েছে।

এ সময় ব্যাংকটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ২৩.৮৪ টাকা, যা এক বছর আগে ছিল ধনাত্মক ২৭.১৬ টাকা। পাশাপাশি, ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) কমে ঋণাত্মক ৪৬০.১৮ টাকায় নেমে এসেছে, যেখানে আগের বছর তা ছিল ২০.৬৬ টাকা।