ঢাকা     ২১ ডিসেম্বর ২০২৫ ||  ৭ পৌষ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

টানা দ্বিতীয়বার সেরা মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি

প্রকাশিত: ১৬:০৮, ২১ ডিসেম্বর ২০২৫

টানা দ্বিতীয়বার সেরা মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি

দেশের শীর্ষ মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড হিসেবে টানা দ্বিতীয়বারের মতো স্বীকৃতি পেয়েছে শাওমি।

শনিবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৭তম ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে মোবাইল হ্যান্ডসেট ক্যাটাগরিতে এ সম্মাননা পায় প্রতিষ্ঠানটি। শাওমির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ডেপুটি কান্ট্রি ম্যানেজার লিউ চাং এবং মার্কেটিং ডিরেক্টর মো. আসাদুজ্জামান।

শাওমি বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের ভোক্তাদের আস্থা ও ভালোবাসার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। শুধু স্মার্টফোন নয়, আইওটি পণ্যসহ একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলতেই শাওমি কাজ করছে।

যথাযথ মূল্যে আধুনিক ফিচারসমৃদ্ধ স্মার্টফোন, বিস্তৃত অফিসিয়াল রিটেইল নেটওয়ার্ক এবং নির্ভরযোগ্য আফটার-সেলস সেবার মাধ্যমে দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে শাওমি। বিশেষ করে রেডমি নোট সিরিজের সাফল্য এই অর্জনে বড় ভূমিকা রেখেছে। খুব শিগগিরই নতুন প্রজন্মের নোট সিরিজ বাংলাদেশে আনার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।