ঢাকা     ১৪ ডিসেম্বর ২০২৫ ||  ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পাঁচ বছরে ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ১৪ ডিসেম্বর ২০২৫

পাঁচ বছরে ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

গত পাঁচ বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিক তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছে দেশটির সরকার। সংসদে উপস্থাপিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) তথ্য অনুযায়ী, বিদেশি নাগরিকত্ব গ্রহণের প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রাজ্যসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং উপস্থাপিত তথ্যে দেখা যায়, গত ১৪ বছরে দুই মিলিয়নেরও বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে মোট ১১ লাখ ৮৯ হাজার ১৯৪ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেন। এই সময়ে প্রতি বছর গড়ে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ নাগরিকত্ব ছাড়েন, যা ২০১৯ সালে বেড়ে দাঁড়ায় ১ লাখ ৪৪ হাজার ১৭ জনে।

তবে কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে ৮৫ হাজার ২৫৬ জনে নেমে আসে। আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা ও প্রশাসনিক জটিলতার কারণেই এ সময় নাগরিকত্ব ত্যাগের হার কমেছিল বলে মনে করা হয়।

কোভিড পরবর্তীতে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। ২০২১ সালে নাগরিকত্ব ত্যাগকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৬৩ হাজার ৩৭০ জনে। আর ২০২২ সালে তা আরও বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ২ লাখ ২৫ হাজার ৬২০ জনে পৌঁছায়। একই ধারা অব্যাহত রেখে ২০২৩ ও ২০২৪ সালেও প্রতিবছর ২ লাখের বেশি ভারতীয় নাগরিক তাদের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন।

ভারত সরকার সংসদীয় প্রতিবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতি বছর নাগরিকত্ব ত্যাগের এই পরিসংখ্যান সংরক্ষণ ও প্রকাশ করে। বিশ্লেষকদের মতে, উন্নত জীবনমান, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগসহ নানা কারণে বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়ায় এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।