কক্সবাজারকে দেশের প্রথম ক্যাশলেস জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
গতকাল শনিবার বন্দর নগরী চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় গভর্নর বলেন, বাংলাদেশকে ক্যাশলেস করতে প্রত্যেক নাগরিকের কাছে ৬ হাজার থেকে ৭ হাজার টাকার মধ্যে স্মার্টফোন পৌঁছাতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে দেশের খুচরা লেনদেনের অন্তত ৭৫ শতাংশ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা।
গভর্নর বলেন, বাংলাদেশকে চট্টগ্রামের আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগ শক্তিশালী করতে হবে, যেমন সিঙ্গাপুর, দুবাই ও হংকং করেছে, যেন এই অঞ্চলের অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়।
তিনি উল্লেখ করেন, শিগগিরই সব সমুদ্রবন্দর ও বিমানবন্দরে ২৪/৭ 'রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম' বা তৎক্ষণাৎ ইলেকট্রনিক ফান্ড স্থানান্তর ব্যবস্থা চালু করা হবে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ করবে।
আহসান এইচ মনসুর মন্তব্য করেন, উৎপাদন খাতের জন্য পর্যাপ্ত ও সাশ্রয়ী ঋণ নিশ্চিত করতে হবে, বিশেষ করে জেলা ও গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কৃষি ঋণ সম্প্রসারণের মাধ্যমে।
