ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৬ ||  ৩ মাঘ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পাসপোর্ট ইনডেক্সে মিয়ানমার, ফিলিস্তিনের নিচে বাংলাদেশ

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:১১, ১৪ জানুয়ারি ২০২৬

পাসপোর্ট ইনডেক্সে মিয়ানমার, ফিলিস্তিনের নিচে বাংলাদেশ

বিশ্বজুড়ে ভিসামুক্ত ভ্রমণ সুবিধার ভিত্তিতে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স–২০২৬ এ বাংলাদেশের অবস্থান আরও পিছিয়েছে। নতুন সূচকে বাংলাদেশের অবস্থান ৯৫তম, যেখানে বাংলাদেশি পাসপোর্টধারীরা মাত্র ৪০টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাচ্ছেন। আশ্চর্যজনকভাবে, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের মধ্যেও মিয়ানমার (৮৯তম), উত্তর কোরিয়া (৯৩তম) ও ফিলিস্তিন (৯৪তম) বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে।

সূচকের শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া—১৮৮টি গন্তব্যে প্রবেশাধিকার নিয়ে। ইউরোপের ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পাশাপাশি ভারতের অবস্থান ৮০তম এবং পাকিস্তানের ৯৮তম। তালিকার একেবারে তলানিতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান—১০১তম অবস্থানে, যেখানে মাত্র ২৪টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে। 

গত দুই দশকে সবচেয়ে বড় উত্থান ঘটিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০০৬ সালের পর থেকে ১৪৯টি নতুন গন্তব্যে ভিসামুক্ত সুবিধা যোগ করে দেশটি বর্তমানে ৫ম স্থানে। বিপরীতে, যুক্তরাজ্যের অবস্থান এক বছরে অবনতি হয়ে নেমেছে ৭ম; যুক্তরাষ্ট্রও দীর্ঘমেয়াদি পতনের পর ১০ম স্থানে রয়েছে।