ঢাকা     ০৭ ডিসেম্বর ২০২৫ ||  ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছতে পারে স্বর্ণের দাম

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ১৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:১১, ২১ অক্টোবর ২০২৫

আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছতে পারে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম আগামী বছর আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছতে পারে বলে জানিয়েছে ব্যাংক অব আমেরিকা। এক প্রতিবেদনে ব্যাংকটির গ্লোবাল রিসার্চ বিভাগ জানিয়েছে, চলতি বছর মূল্যবান ধাতুটির গড় মূল্য হতে পারে আউন্সপ্রতি প্রায় ৪ হাজার ৪০০ ডলারে, যা ক্রমেই বেড়ে আগামী বছরেই আউন্সপ্রতি ৫ হাজার ডলার মূল্যে মাইলফলক স্পর্শ করতে পারে।

ব্যাংকটির প্রতিবেদন অনুযায়ী, স্বল্পমেয়াদে স্বর্ণের দামে কিছুটা পতন হতে পারে অথবা ওঠানামা দেখা যেতে পারে। তবে ২০২৬ সালে তা আরো ঊর্ধ্বমুখী হয়ে উঠতে পারে। এছাড়া ২০২৬ সালে এ খাতে বিনিয়োগ চাহিদা যদি ১৪ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছে যেতে পারে।

এর আগে গত ৮ অক্টোবর ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার অতিক্রম করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর প্রত্যাশা মূল্যবান ধাতুটির দাম বাড়ার পেছনে ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।