ঢাকা     ১২ সেপ্টেম্বর ২০২৪ ||  ২৮ ভাদ্র ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দেয়ালের ভিতর মিললো ৪৪টি স্বর্ণমুদ্রা

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ৪ অক্টোবর ২০২২

আপডেট: ২০:৫৭, ৬ অক্টোবর ২০২২

দেয়ালের ভিতর মিললো ৪৪টি স্বর্ণমুদ্রা

দেয়ালের মধ্যে লুকিয়ে রাখা ছিল ৪৪টি স্বর্ণমুদ্রা। সপ্তম শতাব্দীতে এসব স্বর্ণমুদ্রা ৬৩৫ সালে মুসলিমদের বিজয়ের সময় লুকিয়ে রাখা হয়েছিল বলে বিশেষজ্ঞদের ধারনা।

ইসরায়েলের প্রত্নতাত্ত্বিকদের বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৭০ গ্রাম ওজনের উদ্ধারকৃত স্বর্ণমুদ্রাগুলোর এই মজুতটি হারমন স্ট্রীম (বানিয়াস) নামক একটি স্থাপনার দেয়ালে খুঁজে পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, উদ্ধারকৃত মুদ্রাগুলোতে এই অঞ্চলে বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসনের শেষের দিকের বিষয়টি উঠে এসেছে। বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্যের পূর্ব অর্ধেক, যা পশ্চিমাঞ্চলীয় অর্ধেক ভেঙে যাওয়ার পরও এক হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে ছিল।

খনন কাজের পরিচালক ইয়োভ লারের জানান, আমরা ধরণা করছি, উদ্ধারকৃত স্বর্ণমুদ্রাগুলোর মালিক হয়তো যুদ্ধের হুমকির কারণে এগুলো লুকিয়ে রেখেছিলেন। হয়তো তিনি ভেবেছিলেন, যুদ্ধ শেষ হলে তিনি এখানে ফিরে আসবেন এবং তার লুকানো সম্পত্তি পুনরুদ্ধার করবেন।’

বিবিসি’র প্রতিবেদন মতে, স্বর্ণমুদ্রা ছাড়াও প্রাচীন এই শহরের একটি আবাসিক কোয়ার্টারে খনন কাজ চালিয়ে ভবনের অবশিষ্টাংশ, পানির চ্যানেল ও পাইপ, ব্রোঞ্জের মুদ্রা এবং আরও অনেক কিছু উন্মোচিত হয়েছে।

ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষের মুদ্রাসংক্রান্ত (মুদ্রা) বিশেষজ্ঞ ড. গ্যাব্রিয়েলা বিজভস্কি বলেন, কিছু মুদ্রা সম্রাট ফোকাসের (৬০২-৬১০) আমলের। কিন্তু বাকি মুদ্রার বেশিরভাগই তার উত্তরসূরি হেরাক্লিয়াসের।