
বিশ্ববাজারে স্বর্ণের দাম লাগাতার বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড ছুঁয়েছে। মঙ্গলবার স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৩,৭৫৫ ডলারে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এদিন ধাতুটির দাম আগের দিনের তুলনায় ০.২২% বৃদ্ধি পেয়েছে।
গত ১২ মাসে স্বর্ণের দাম ২,৫৩৬.৯১ ডলার থেকে বর্তমান রেকর্ড ৩,৭৫৫ ডলার পর্যন্ত ওঠানামা করেছে। এতে এক বছরের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৪২.৮%। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর প্রত্যাশাই স্বর্ণের বাজারকে এই উচ্চতায় নিয়ে এসেছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ফেডারেল রিজার্ভ (ফেড) নীতি সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। এ পদক্ষেপের পর থেকেই বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। বাজারে ধারণা করা হচ্ছে, ফেড অক্টোবর ও ডিসেম্বরের বৈঠকেও সুদের হার কমাতে পারে।
বিশ্লেষকরা জানান, দুর্বল মুদ্রাস্ফীতি প্রবণতা, বেকারত্ব বৃদ্ধির তথ্য এবং ট্রাম্প প্রশাসনের চাপ ফেডকে সুদের হার হ্রাসে বাধ্য করছে। সুদের হার কমলে সাধারণত ডলারের মান দুর্বল হয়, ফলে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়।
এ ছাড়া, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, বাণিজ্য যুদ্ধের আশঙ্কা এবং অর্থনৈতিক মন্দার চাপও স্বর্ণের বাজারকে উর্ধ্বমুখী করেছে। বিশেষজ্ঞদের মতে, যদি ফেড আগামী মাসগুলোতে সুদের হার আরও কমায়, তবে ধাতুটির দাম ৩,৮০০ ডলার অতিক্রম করতে পারে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও এর প্রভাব পড়ছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় স্থানীয় বাজারে স্বর্ণের দাম প্রতি ভরি নতুন উচ্চতায় যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, বিনিয়োগকারীরা ডলার ও শেয়ারবাজারের অস্থিরতা থেকে সরে এসে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে বিনিয়োগ অব্যাহত রাখলে এই রেকর্ড যাত্রা আগামী মাসগুলোতেও চলতে পারে।