ঢাকা     ২৭ জুলাই ২০২৪ ||  ১২ শ্রাবণ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বন্ধ হয়ে গেলো টয়োটার গাড়ি উৎপাদন

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ২৯ আগস্ট ২০২৩

আপডেট: ২০:৪৫, ২৯ আগস্ট ২০২৩

বন্ধ হয়ে গেলো টয়োটার গাড়ি উৎপাদন

অটোমোবাইল জায়ান্ট টয়োটা জাপানে তাদের সব কারখানায় গাড়ি তৈরির কাজ স্থগিত করেছে। উৎপাদন ব্যবস্থায় ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

টয়োটার একজন মুখপাত্র জানিয়েছে, টয়োটা ত্রুটির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তবে সাইবার হামলার কারণে সমস্যা হয়েছে বলে মনে করছে না কোম্পানিটি। মঙ্গলবার সকালে টয়োটা জাপানের ১৪টি সংযোজন কারখানার মধ্যে ১২টির কার্যক্রম স্থগিত করে। পরে টয়োটার মুখপাত্র ১৪টি কারখানাতেই কার্যক্রম স্থগিত করার কথা জানান।

কাজ আবার কবে শুরু হবে এ বিষয়ে কোম্পানিটি এখনও কিছু বলেনি এবং হঠাৎ কাজ বন্ধের কারণে আনুমানিক কতটা ক্ষতি হবে সে বিষয়েও কোনও ধারণা দেয়নি প্রতিষ্ঠানটি। টয়োটার ওই ১৪টি কারখানায় কোম্পানিটির বৈশ্বিক উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ গাড়ি তৈরি করা হয়।

এর আগে গত বছর সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল টয়োটা। এক দিন বন্ধ থাকায় প্রায় ১৩ হাজার গাড়ির উৎপাদন ব্যাহত হয়েছিল।