চীনা প্রযুক্তি ব্যান্ড শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ১৭ আল্ট্রা লাইকা সংস্করণ উন্মোচন করেছে, যা ক্যামেরা প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ এই সংস্করণটির সবচেয়ে আলোচিত ফিচার হলো একটি ম্যানুয়াল জুম রিং, যা ঘোরালেই স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা চালু হয় এবং স্ক্রিনে বারবার ট্যাপ করার ঝামেলা ছাড়াই জুম নিয়ন্ত্রণ করা যায়।
শাওমির দাবি, এই রিং মাত্র ০.০৩ মিলিমিটার নড়াচড়া শনাক্ত করতে সক্ষম এবং চাইলে এক্সপোজার কন্ট্রোল বা ম্যানুয়াল ফোকাসের মতো ফাংশনেও প্রোগ্রাম করা যাবে।
ক্যামেরা সেটআপে রয়েছে ১-ইঞ্চি সেন্সরের ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা (f/1.67 অ্যাপারচার), ১/১.৪-ইঞ্চি ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে লাইকার বিশেষ ফিল্ম সিমুলেশন, যেমন Monopan 50 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যা ফটোগ্রাফি প্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ।
পারফরম্যান্সের দিক থেকে শাওমি ১৭ আল্ট্রা সিরিজে রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, সর্বোচ্চ ১৬ জিবি LPDDR5X র্যাম ও ১ টেরাবাইট UFS 4.1 স্টোরেজ। ৬.৯ ইঞ্চির ১২০ হার্জ AMOLED ডিসপ্লে সর্বোচ্চ ৩,৫০০ নিটস উজ্জ্বলতা দিতে সক্ষম। ব্যাটারি হিসেবে রয়েছে ৬,৮০০ mAh সিলিকন-কার্বন ব্যাটারি, যা ৯০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
স্মার্টফোনটিতে আরও রয়েছে টু-টোন ডিজাইন, লাল ডট লোগো, বিশেষ এনক্রিপশন চিপ ও ডুয়াল স্যাটেলাইট কানেকশন। দাম শুরু হচ্ছে চীনে ৭,৯৯৯ ইউয়ান থেকে, যা এটিকে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির শীর্ষে অবস্থান করিয়েছে।
