ঢাকা     ২০ এপ্রিল ২০২৪ ||  ৬ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিশ্বে বাড়ছে গাড়ির চাহিদা, টয়োটার উৎপাদন বাড়লো ৯ শতাংশ

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৫:৪৬, ১ মার্চ ২০২৩

বিশ্বে বাড়ছে গাড়ির চাহিদা, টয়োটার উৎপাদন বাড়লো ৯ শতাংশ

অর্থনৈতিক মন্দার মধ্যেও বিশ্বে বাড়তে শুরু করেছে গাড়ির চাহিদা। চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা মোটর করপোরেশনের গাড়ি উৎপাদন বেড়েছে প্রায় ৯ শতাংশ।

সোমবার এক বিবৃতিতে টয়োটা জানায়, জানুয়ারিতে তাদের গাড়ি উৎপাদন হয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৯০ ইউনিট। পূর্ববর্তী বছরের একই মাসের চেয়ে যা ৮ দশমিক ৮ শতাংশ বেশি। জাপানের স্থানীয় বাজারে গাড়ি উৎপাদন ৩০ শতাংশ বেড়ে ২ লাখ ১১ হাজার ৫৭২ ইউনিটে দাঁড়িয়েছে। স্থানীয় বাজারে টয়োটার গাড়ি বিক্রি ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৯৮ ইউনিটে।

জানুয়ারিতে টয়োটার মুনাফা প্রাক্কলনের চেয়ে বেশি হলেও কোম্পানিটির অর্থবছরের আয়ের পূর্বাভাসে তেমন পরিবর্তন হয়নি। মার্চে শেষ হওয়া অর্থবছরে কোম্পানিটির পরিচালন মুনাফা ২ দশমিক ৪ ট্রিলিয়ন ইয়েন বা ১ হাজার ৭৬০ কোটি ডলারে দাঁড়াতে পারে।

কভিড-সংক্রান্ত বিধিনিষেধ ও চিপস্বল্পতায় টয়োটাসহ বেশির ভাগ গাড়ি নির্মাতা কোম্পানিরই গাড়ি উৎপাদন হ্রাস পেয়েছিল।