স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংক ও টেলিকম গ্রুপ ভিওন স্যাটেলাইট–টু–ফোন প্রযুক্তিতে বিশ্বের সবচেয়ে বড় অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো উভয় প্রতিষ্ঠান সরাসরি স্যাটেলাইট–টু–ফোন সেবা বাণিজ্যিকভাবে চালু করতে যাচ্ছে, যা ভবিষ্যতের মোবাইল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করবে।
রয়টার্সের তথ্যমতে, এ অংশীদারিত্বের ফলে স্টারলিংক এক লাফে ১৫ কোটি সম্ভাব্য গ্রাহকের বাজারে প্রবেশ করছে। ভিওনের কার্যক্রম বর্তমানে কাজাখস্তান, ইউক্রেন, পাকিস্তান, বাংলাদেশ ও উজবেকিস্তানে বিস্তৃত। প্রথম পর্যায়ে কাজাখস্তান ও ইউক্রেনে এ সেবা চালু হবে। ইউক্রেনে ২০২৫ সালের শেষ প্রান্তিকে এবং কাজাখস্তানে ২০২৬ সালে। ভবিষ্যতে পাকিস্তান, বাংলাদেশ ও উজবেকিস্তানেও এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
স্যাটেলাইট–টু–সেল প্রযুক্তিতে মোবাইল ফোন সরাসরি মহাকাশের স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হয়, ফলে টাওয়ারবিহীন দূরবর্তী অঞ্চল, পাহাড়, মরুভূমি বা সমুদ্র উপকূলেও কল, বার্তা ও ইন্টারনেট ব্যবহার সম্ভব হবে। এটি জরুরি উদ্ধার ও দুর্যোগ–পরবর্তী যোগাযোগে বিপ্লব ঘটাতে পারে।
চুক্তিটি একচেটিয়া নয়—ভিওন চাইলে ভবিষ্যতে অ্যামাজনের প্রজেক্ট কুইপার, এএসটি স্পেসমোবাইল বা ইউটেলস্যাট ওয়ানওয়েবের সঙ্গেও কাজ করতে পারবে। বর্তমানে স্টারলিংকের ৮,০০০–এর বেশি স্যাটেলাইট কক্ষপথে সক্রিয়, যার মধ্যে ৬৫০টি মোবাইল সংযোগের জন্য নিবেদিত।
বিশেষজ্ঞরা বলছেন, এ চুক্তি বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন অধ্যায় সূচনা করবে। বিশেষত বাংলাদেশের জন্য, যেখানে ভিওনের ব্র্যান্ড বাংলালিংক সক্রিয়—ভবিষ্যতে এটি দেশের সংযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে।
