ঢাকা     ১০ অক্টোবর ২০২৫ ||  ২৫ আশ্বিন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাংলাদেশকে আঞ্চলিক ট্রানজিট হাব বানাতে চায় স্টারলিংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:২৪, ৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশকে আঞ্চলিক ট্রানজিট হাব বানাতে চায় স্টারলিংক

এলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশকে আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সিঙ্গাপুরের পরিবর্তে বাংলাদেশ হয়ে ভুটানসহ প্রতিবেশী দেশে ইন্টারনেট সেবা পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি।

গত ১৩ আগস্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে স্টারলিংক। সেখানে প্রতিষ্ঠানটি বাংলাদেশকে আঞ্চলিক ডেটা হাব হিসেবে ব্যবহার করার অনুমোদন চেয়েছে।

চিঠিতে স্টারলিংক জানিয়েছে, বাংলাদেশে তাদের ডেটা হাবকে সিঙ্গাপুর ও ওমানের হাবের সঙ্গে সংযুক্ত করতে চায় তারা। এর জন্য তারা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিটস (IPLC) এবং আনফিল্টারড আইপি ব্যবহারের অনুমতি চেয়েছে।

স্টারলিংকের বক্তব্য অনুযায়ী, এ সংযোগ শুধু তাদের বৈশ্বিক নেটওয়ার্কের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহৃত হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বা স্থানীয় ব্যবহারকারীর ডেটার সঙ্গে এর কোনো সম্পর্ক থাকবে না।

কোম্পানিটি আরও নিশ্চিত করেছে, বাংলাদেশের গ্রাহকদের ইন্টারনেট ট্রাফিক আগের মতোই স্থানীয় আন্তর্জাতিক গেটওয়ে দিয়েই যাবে এবং দেশের জাতীয় নিরাপত্তা, আইনগতভাবে অনুমোদিত নজরদারি ও কনটেন্ট ব্লকিং নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।

স্টারলিংক জানায়, এ সংযোগ স্থাপনের জন্য তারা সরকারি অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান ফাইবার এট হোম এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড থেকে IPLC সেবা গ্রহণ করবে। চিঠিতে তারা বিটিআরসিকে দ্রুত অনুমোদন দেওয়ার অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠানটি চলতি বছরের মে মাসে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের সেবা চালু করেছে।