ঢাকা     ২৯ জানুয়ারি ২০২৬ ||  ১৬ মাঘ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা

নীতিমালার ধারাবাহিকতা ও প্রশাসনিক সদিচ্ছাই বিনিয়োগে মূল চাবিকাঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪০, ২৯ জানুয়ারি ২০২৬

নীতিমালার ধারাবাহিকতা ও প্রশাসনিক সদিচ্ছাই বিনিয়োগে মূল চাবিকাঠি

বিদেশি বিনিয়োগের ওপর অতিরিক্ত নির্ভরতা না করে নীতিমালার ধারাবাহিকতা, সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে দেশে বিনিয়োগের ঘাটতি থাকবে না—এমন মত দিয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা। একই সঙ্গে হাইটেক পার্কগুলোতে দ্রুত প্লাগ অ্যান্ড প্লে সুবিধা চালু এবং লক্ষ্যপূরণে সরকারের কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেছেন তারা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ হাইটেক পার্ক: আ গেটওয়ে টু গ্লোবাল ইনভেস্টমেন্ট’ শীর্ষক সেমিনারে এসব মতামত উঠে আসে। চার দিনব্যাপী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ (ডিডিআই-২০২৬)-এর দ্বিতীয় দিনে আয়োজিত সেমিনারটি সঞ্চালনা করেন আইসিটি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন।

সেমিনারে বক্তব্য দেন ড্যাফোডিল ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াত আলী।

ড. সবুর খান বলেন, প্রয়োজনীয় সহায়ক পরিবেশ ও প্রশাসনিক সদিচ্ছা থাকলে দেশীয় বিনিয়োগ দিয়েই হাইটেক পার্কগুলো এগিয়ে নেওয়া সম্ভব। নীতিমালা বড় বাধা নয়; বরং দ্রুত অনুমোদন ও সাহসী সিদ্ধান্ত জরুরি। মোহাম্মদ জহিরুল ইসলাম নীতিমালার ধারাবাহিকতা ও ভ্যালু অ্যাডিশনে অযাচিত বাধা দূর করার আহ্বান জানান।

মূল প্রবন্ধে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ সাইফুল হাসান জানান, ইতোমধ্যে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারলিংক হাইটেক পার্কে এক একর জায়গা নিয়েছে। শাওমির জিয়াউদ্দিন চৌধুরী বলেন, বিনিয়োগ আকর্ষণে পরিকল্পনা থেকে বাস্তবায়নে যেতে হবে এবং হাইটেক পার্কে কাঁচামাল, মানবসম্পদসহ পূর্ণাঙ্গ প্লাগ অ্যান্ড প্লে সুবিধা নিশ্চিত করা জরুরি।