বাংলালিংকের প্রধান কার্যালয় ও আধুনিক নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সেন্টার পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। পরিদর্শনকালে তিনি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী কানেক্টিভিটি নিশ্চিত করতে সাব-১ গিগাহার্টজ লো ব্যান্ড স্পেকট্রামের সুষম বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, গ্রামীণ এলাকায় ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের নেটওয়ার্ক কভারেজ বৃদ্ধি, নেটওয়ার্ক জ্যাম কমানো এবং সকল টেলিকম অপারেটরের জন্য সমান সুযোগ সৃষ্টি দেশের ডিজিটাল উন্নয়নের জন্য অপরিহার্য। এসব উদ্যোগের মাধ্যমে সারাদেশে উচ্চমানের ডিজিটাল সংযোগ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখা সম্ভব হবে।
এ সময় বাংলালিংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর উদ্ভাবন, নেটওয়ার্ক আধুনিকায়ন, এবং কোয়ালিটি অব সার্ভিস (QoS) বৃদ্ধিতে চলমান বিনিয়োগ কার্যক্রম তুলে ধরে। তারা জানান, বাংলালিংক দেশের ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ফয়েজ আহমদ তৈয়্যব বাংলালিংকের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে স্পেকট্রামের কার্যকর ব্যবহার ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে।
বাংলালিংকের সিইও ইওহান বুসে বলেন, ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের সুষম বণ্টন বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নত সংযোগ নিশ্চিত করবে এবং কানেক্টেড বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে।
