ঢাকা     ২৯ জানুয়ারি ২০২৬ ||  ১৬ মাঘ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

স্বর্ণের দাম এক লাফে বাড়লো ১৬২১৩ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ২৯ জানুয়ারি ২০২৬

স্বর্ণের দাম এক লাফে বাড়লো ১৬২১৩ টাকা

দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ধরা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দাম বাড়ানোর এ ঘোষণা দেয়। এর আগে বুধবার (২৮ জানুয়ারি) ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৭ হাজার ৩৪৮ টাকা। এতে এক ভরি সোনার দাম হয় ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এই রেকর্ড দাম নির্ধারণের পর এখন আবার দাম বাড়ানো হলো। স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮১৬ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে স্বর্ণের দাম। দফায় দফায় দাম বেড়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে এক আউন্স স্বর্ণের দাম প্রথমবারের মতো ৫ হাজার ৬০০ ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। ফলে দেশের বাজারেও হচ্ছে একের পর এক রেকর্ড।