দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ শুরু হচ্ছে আগামীকাল ২৮ জানুয়ারি থেকে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই আয়োজন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এক্সপোটির আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এক্সপোতে দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে উদ্ভাবন, বিনিয়োগ ও ডিজিটাল ডিভাইসের সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হবে। এক্সপোতে থাকবে ইনোভেশন জোন, ডিজিটাল ডিভাইস জোন, মোবাইল জোন, ই-স্পোর্টস জোন এবং বিটুবি জোন। দর্শনার্থীরা পছন্দের প্রযুক্তি পণ্য কেনার পাশাপাশি বিভিন্ন ছাড় ও উপহার সুবিধা পাবেন। কিছু স্মার্টফোন ব্র্যান্ডে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় এবং লাকী ড্র–এর আয়োজন থাকবে। এক্সপোতে থাকবে ইনোভেশন জোন, ডিজিটাল ডিভাইস জোন, মোবাইল জোন, ই-স্পোর্টস জোন এবং বিটুবি জোন।
প্রদর্শনী চলাকালে তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যৎ, বিনিয়োগ সম্ভাবনা ও স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে ৫টি সেমিনার ও ৪টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
এক্সপোতে প্রবেশ বিনামূল্যে, তবে অনলাইন বা স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক। আয়োজকদের প্রত্যাশা, এই প্রদর্শনী দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
