কেউ দিচ্ছে একটি মোবাইল ফোন কিনলে একটি ফ্রি, কেউ দিচ্ছে ১২ হাজার ৯৯৯ টাকার ফোন ৫ হাজার ৯৯৯ টাকায়, কেউ দিচ্ছে আইফোনে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। আর এ সবই পাওয়া যাচ্ছে রাজধানী শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোতে।
দেশের তথ্যপ্রযুক্তি খাতের বৃহৎ এই আয়োজনের মোবাইল জোন যেন অন্যান্য জোনের তুলনায় একটু বেশিই জমজমাট ছিল। বিভিন্ন ব্র্যান্ড যেন পাল্লা দিয়ে ক্রেতাদের সামনে বিভিন্ন অফারের পসরা সাজিয়ে বসেছে। টেকটাইমের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত জানান, তার প্রতিষ্ঠান প্রথম দিনেই শুধু কম্বো প্যাকেজই বিক্রি করেছে ৪০টি। তার প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ে আইফোন। তিনি শুক্র ও শনিবার মেলায় গ্রাহকদের উপচে পড়া ভিড়ের আশা করছেন। মেলায় সেলেক্সট্রা নকিয়ার সি৩২ ও সি২২ মডেলের ফোনের সাথে উপহার হিসেবে দিচ্ছে একটি ক্লাউডফোন। এছাড়া রয়েছে আরও আয়োজন।
মেলায় অনার ব্র্যান্ড এনেছে ম্যাজিক ৮প্রো নামের একটি হ্যান্ডসেট। এটি ডিপফেক ভিডিও শনাক্ত করতে পারে। এছাড়া অনার দিচ্ছে যেকোনও মডেলের ফোনে ৪৮ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। অনার বাংলাদেশের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ফারুক রহমান বললেন, ম্যাজিক ৮প্রো নিয়ে আমরা খুবই আশাবাদী। এই ফোনটি সময়ের প্রতিনিধিত্ব করবে।
এক্সপোতে স্যামসাং তাদের স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইসে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। তবে আকর্ষণ হিসেবে থাকছে স্যামসাংয়ের তিন ভাঁজের স্মার্টফোন। লেনোভো দিচ্ছে তাদের সব ডিভাইসে ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।
মেলা থেকে শাওমির যেকোন স্মার্টফোন, প্যাড এবং বিভিন্ন এআইওটি পণ্য কিনে গ্রাহকরা ৫০% পর্যন্ত মূল্যছাড়ের পাশাপাশি নিশ্চিত ১০ হাজার টাকা মূল্যমানের উপহার পাচ্ছেন। শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ অংশ নিতে পেরে এবং সরাসরি শাওমি ফ্যানদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের স্টলে দর্শনার্থীরা একই জায়গা থেকেই শাওমির স্মার্টফোন, প্যাড ও এআইওটি পণ্যসহ সম্পূর্ণ শাওমি ইকোসিস্টেমের অভিজ্ঞতা নিতে পারবেন। পাশাপাশি শাওমির সর্বশেষ প্রযুক্তিগত উদ্ভাবন ঘুরে দেখার সুযোগের সঙ্গে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহারসহ পছন্দের শাওমি ডিভাইস কিনতে পারবেন।
ডিএক্স গ্রুপ মেলায় ১২ হাজার ৯৯৯ টাকার শাওমি ব্র্যান্ডের ফোন ৫ হাজার ৯৯৯ টাকায় বিক্রি করছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং লিড জান্নাতুল নাইম জানান, তাদের প্রতিষ্ঠানে মেলা উপলক্ষে বিপুল আয়োজন রয়েছে। টিসিএল ব্র্যান্ডের এলইডি টিভি, দুটি ব্র্যান্ডের ইলেক্ট্রনিক মোটর বাইকে প্রতিষ্ঠানটি দিচ্ছে বিশেষ ছাড়।
মেলায় রয়েছে সিম্ফনি, ভিভো ইত্যাদি ব্র্যান্ডের মোবাইল ফোন। এছাড়াও মোবাইল ফোনের মেলায় বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ, ইয়ারবাডস, হেডফোন, পাওয়ার ব্যাংক, স্পিকার, ইলেক্ট্রনিক মোটরবাইক পাওয়া যাচ্ছে।
