চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স দেশের বাজারে তাদের নোট সিরিজের নতুন ৫জি স্মার্টফোন ইনফিনিক্স নোট এজ উন্মোচন করেছে। আপার-মিড রেঞ্জ সেগমেন্টের এই ডিভাইসটি মূলত প্রিমিয়াম ডিজাইন, দীর্ঘমেয়াদি পারফরম্যান্স খোঁজা ব্যবহারকারীদের লক্ষ্য করে আনা হয়েছে।
ইনফিনিক্স জানিয়েছে, দেশের তরুণদের মধ্যে বাড়তে থাকা স্ক্রিন টাইম ও মাল্টিটাস্কিংয়ের প্রবণতা বিবেচনায় নোট এজে স্বল্পমেয়াদি আকর্ষণের বদলে দীর্ঘদিন ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করা হয়েছে। ফোনটিতে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আল্ট্রা এইচডি আই-প্রোটেকশন ডিসপ্লে, সমান ও অতি-সংকীর্ণ বেজেল এবং মাত্র ৭.২ মিলিমিটার পুরু নকশা, যা প্রিমিয়াম লুক ও আরামদায়ক হ্যান্ডফিল দেয়।
পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর, যা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং ও গেমিংয়ে স্থিতিশীল অভিজ্ঞতা দেয়। ৬৫০০ এমএএইচ ব্যাটারিতে যুক্ত ‘সেলফ-হিলিং’ প্রযুক্তি দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সহায়তা করে।
নোট এজে রয়েছে এক্সওএস ১৬, তিন বছর অপারেটিং সিস্টেম আপডেট ও পাঁচ বছর নিরাপত্তা প্যাচের নিশ্চয়তা। ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল এআই সমর্থিত ক্যামেরা, ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস ডিসপ্লে ও ডুয়াল স্টেরিও স্পিকার যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটির দাম ৮+১২৮ জিবিতে ২৯,৯৯৯ টাকা এবং ৮+২৫৬ জিবিতে ৩১,৯৯৯ টাকা।
