ঢাকা     ২২ জানুয়ারি ২০২৬ ||  ৯ মাঘ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

টানা ৩ দিন বেড়ে সোনার ভরি ছাড়ালো আড়াই লাখ টাকা

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ২২ জানুয়ারি ২০২৬

টানা ৩ দিন বেড়ে সোনার ভরি ছাড়ালো আড়াই লাখ টাকা

সোনার ভরি ছাড়ালো আড়াই লাখ টাকা

দেশের বাজারে টানা তিন দিন বাড়ানো হলো সোনার দাম। ইতিহাসে প্রথমবারের মতো সোনার ভরি ছাড়ালো আড়াই লাখ টাকা। নতুন করে এক দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৮ হাজার ৩৩৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোনার নতুন এই দাম আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে। গতকাল বুধবার রাত নয়টায় সোনার এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় বাজুস। এ নিয়ে গত তিন দিনে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১৩ হাজার ৫৮৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। গতকাল সোনার দাম ছিল ২ লাখ ৪৪ হাজার টাকা।

বাজুস বলছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই নতুন করে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বৈশ্বিক বাজারে সোনার দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশেও দাম বেড়েছে। গতকাল বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম উঠেছে ৪ হাজার ৮০০ ডলারে। এই দর ইতিহাসের সর্বোচ্চ।

২২ ক্যারেটের পাশাপাশি বেড়েছে অন্যান্য মানের সোনার দামও। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের সোনা ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮ হাজার ৩৩৯ টাকা, ২১ ক্যারেটের ৭ হাজার ৯৯০ টাকা, ১৮ ক্যারেটের ৬ হাজার ৮২৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বাড়লো ৫ হাজার ৮৩২ টাকা।

সোনার দামের পাশাপাশি রুপার দামও বেড়েছে। আজ বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের রুপার দাম ভরি প্রতি ২৯২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ইতিহাসের সর্বোচ্চ ৬ হাজার ৮৮২ টাকা, যা গতকাল পর্যন্ত ছিলো ৬ হাজার ৫৯০ টাকা।