ঢাকা     ১৫ নভেম্বর ২০২৫ ||  ১ অগ্রাহায়ণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

১০টির বেশি মোবাইল সিম বন্ধ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ৩০ অক্টোবর ২০২৫

১০টির বেশি মোবাইল সিম বন্ধ হচ্ছে আজ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষিত সময়সীমা অনুযায়ী, আজ ৩০ অক্টোবরের পর থেকে কোনো জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ফলে আজকের পর থেকেই কার্যকরভাবে বন্ধ হতে যাচ্ছে অতিরিক্ত সিম।

বিটিআরসি জানিয়েছে, অবৈধ সিম ব্যবহার, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া সঠিক মালিকানা নিশ্চিত ও সিম নিবন্ধন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে মোট ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় সিম রয়েছে, তবে প্রকৃত গ্রাহক সংখ্যা মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশ গ্রাহকের নামে ৫টির কম সিম, ১৬ শতাংশের নামে ৬ থেকে ১০টি, আর ৩ শতাংশ গ্রাহকের নামে ১১টির বেশি সিম রয়েছে।

গ্রাহকরা নিজেদের এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে যেকোনো মোবাইল থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠালেই তথ্য জানা যাবে।

বিটিআরসি জানিয়েছে, গ্রাহকরা তাদের পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। সময়সীমা পেরিয়ে গেলে কমিশন স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে।