ঢাকা     ১৫ সেপ্টেম্বর ২০২৫ ||  ৩১ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

স্টারলিংকের ইন্টারনেট বিভ্রাট, ক্ষতিগ্রস্ত হাজারো ব্যবহারকারী

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

স্টারলিংকের ইন্টারনেট বিভ্রাট, ক্ষতিগ্রস্ত হাজারো ব্যবহারকারী

এলন মাস্কের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক সোমবার বড় ধরনের সার্ভিস বিঘ্নের মুখে পড়েছে। কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়, স্টারলিংক বর্তমানে সার্ভিস আউটেজে ভুগছে এবং বিষয়টি তদন্ত করছে তাদের টিম। তবে সমস্যার কারণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে (ইস্টার্ন টাইম) প্রায় ৪৩ হাজারেরও বেশি ব্যবহারকারী সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ করে। যদিও কিছু সময় পর ব্যবহারকারীর সংখ্যা কমে আসে এবং রাত ১টা ১৫ মিনিট নাগাদ সমস্যায় পড়া গ্রাহকের সংখ্যা হাজারের নিচে নেমে যায়।

স্টারলিংকের এই বিঘ্ন কোন নির্দিষ্ট অঞ্চলে বেশি প্রভাব ফেলেছে তা স্পষ্ট নয়। তবে বিভিন্ন অঙ্গরাজ্যের ব্যবহারকারীরা ইন্টারনেট সমস্যার রিপোর্ট করেছেন।

স্টারলিংক হলো এলন মাস্কের প্রতিষ্ঠিত মহাকাশ প্রযুক্তি কোম্পানি স্পেসএক্সের একটি প্রকল্প, যা নিম্ন-কক্ষপথে থাকা (লো-আর্থ অরবিট) হাজারো স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। সাধারণত দূরবর্তী ও দুর্গম অঞ্চলে কিংবা অবকাঠামোহীন এলাকায় এই সেবার উপর নির্ভর করা হয়। এছাড়া সংঘাতপূর্ণ এলাকাতেও যোগাযোগ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের সার্ভিস বিঘ্ন দেখায় যে ইন্টারনেট বর্তমানে বিশ্বব্যাপী কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসায়িক কার্যক্রম—সবক্ষেত্রেই এর ওপর নির্ভরশীলতা বাড়ছে।