ঢাকা     ২৫ জানুয়ারি ২০২৬ ||  ১২ মাঘ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কানাডাকে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

প্রকাশিত: ১৫:০২, ২৫ জানুয়ারি ২০২৬

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কানাডাকে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে কানাডার ওপর কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অটোয়া যদি বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব কানাডীয় পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এতে দুই দীর্ঘদিনের মিত্র দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, কানাডা চীনা পণ্যের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ‘গেটওয়ে’ হয়ে উঠছে। তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ করে কটাক্ষমূলকভাবে ‘গভর্নর’ আখ্যা দেন। ট্রাম্প লেখেন, চীনের সঙ্গে কোনো চুক্তি হলে সঙ্গে সঙ্গে কানাডীয় সব পণ্যে সর্বোচ্চ শুল্ক কার্যকর হবে।

তবে কানাডা সরকারের পক্ষ থেকে এ অভিযোগ নাকচ করা হয়েছে। যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যবিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঁ জানান, চীনের সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য চুক্তির পরিকল্পনা নেই। সাম্প্রতিক আলোচনাগুলো কেবল নির্দিষ্ট শুল্ক জটিলতা সমাধান ও বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল রাখার জন্য।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য তার আগ্রাসী বাণিজ্যনীতিরই ধারাবাহিকতা। পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার ইঙ্গিত এবং শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন। এ অবস্থায় কানাডা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের কৌশল জোরদার করছে।