ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্স ৫,০০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত বছর মূল্যবান ধাতুটির দাম ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ার পর এই ঐতিহাসিক রেকর্ড গড়ল।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে অনিশ্চয়তা, ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে প্রশ্ন, ডলারের দুর্বলতা এবং চলমান ভূরাজনৈতিক সংকট স্বর্ণের দামে এই ঊর্ধ্বগতি তৈরি করেছে। মাত্র এক বছর আগেও, ২০২৪ সালের জানুয়ারিতে স্বর্ণের দাম ছিল প্রায় ২ হাজার ডলার প্রতি আউন্স।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও রেকর্ড গড়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স রুপার দাম ১০২ ডলার ছাড়িয়েছে। বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, সাম্প্রতিক সময়ে স্বর্ণের মূল্যবৃদ্ধি একেবারেই ‘সেফ-হ্যাভেন আচরণ’-এর প্রতিফলন। ডলার ও বন্ডের ওপর বিনিয়োগকারীদের আস্থা দুর্বল হয়ে পড়ায় স্বর্ণে ঝুঁকছেন তারা।
ইউক্রেন ও গাজা যুদ্ধ, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে কড়াকড়ি, গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের বক্তব্য এবং সম্ভাব্য বাণিজ্যযুদ্ধের আশঙ্কাও বাজারে অস্থিরতা বাড়িয়েছে। বিশ্ব স্বর্ণ কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত বছরের তৃতীয় প্রান্তিকে স্বর্ণের চাহিদা মূল্যমানের হিসেবে বেড়ে রেকর্ড ১৪৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক অনিশ্চয়তা অব্যাহত থাকলে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা আরও কিছুদিন বজায় থাকতে পারে।
