ঢাকা     ১৫ নভেম্বর ২০২৫ ||  ১ অগ্রাহায়ণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

মূল্যছাড় আর উপহারে দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ৩০ অক্টোবর ২০২৫

মূল্যছাড় আর উপহারে দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার

বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সারাদেশে শুরু করেছে মাসব্যাপী ‘ডিভিশনাল আইটি ফেয়ার-২০২৫’। দেশের বিভিন্ন বিভাগে একযোগে অনুষ্ঠিত এই ৩০ দিনব্যাপী মেলা ক্রেতা ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ফেয়ারটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারের ইসিএস কম্পিউটার সিটিতে, চট্টগ্রামের আগ্রাবাদ ও জহুরা টাওয়ারে, খুলনার জলিল টাওয়ারে, রাজশাহীর ওসমান সুপার মার্কেটে, রংপুর, সিলেট ও ময়মনসিংহের বিভিন্ন জনপ্রিয় স্থানে।

মেলায় ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, প্রিন্টার, স্পিকার ও আইটি অ্যাক্সেসরিজে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্দিষ্ট পণ্যে থাকছে আকর্ষণীয় উপহার ও প্রতিদিনের র‌্যাফেল ড্র, যেখানে ক্রেতারা জিতে নিতে পারছেন ল্যাপটপ, ট্যাবসহ নানা পুরস্কার।

ওয়ালটনের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, বিভাগীয় পর্যায়ে এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের আরও কাছে পৌঁছানো ও ওয়ালটনের প্রযুক্তিপণ্য সরাসরি পরিচয় করিয়ে দেওয়া।

তিনি আরো বলেন, ক্রেতারা যাতে সহজে পণ্য দেখে সিদ্ধান্ত নিতে পারেন এবং বিশেষ সুবিধা পান— সেই লক্ষ্যেই এই আইটি ফেয়ার আয়োজন করা হয়েছে।

মেলা চলাকালীন সময়ে সারাদেশের ক্রেতারা নিকটস্থ ভেন্যুতে গিয়ে ওয়ালটনের সর্বশেষ প্রযুক্তি ও বিশেষ অফার উপভোগ করতে পারবেন।