ঢাকা     ২০ অক্টোবর ২০২৫ ||  ৫ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ২০ অক্টোবর ২০২৫

দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো

দেশে প্রথমবারের মতো ফাইবার রিইনফোর্সড পলিমার (এফআরপি) টাওয়ার স্থাপন করেছে শীর্ষ ডিজিটাল অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ। গোপালগঞ্জে স্থাপিত এই পরবর্তী প্রজন্মের টাওয়ারটি দেশের টেলিকম খাতে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যৎ উপযোগী ও টেকসই নেটওয়ার্ক সংযোগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রচলিত স্টিল টাওয়ারের তুলনায় এফআরপি টাওয়ার হালকা, টেকসই ও পরিবেশবান্ধব। এইচএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেডের সহযোগিতায় স্থাপিত টাওয়ারটি মাত্র পাঁচ থেকে ছয় ঘণ্টায় স্থাপন করা সম্ভব, যা সময় ও খরচ উভয়ই সাশ্রয় করে। পাশাপাশি আশপাশের এলাকায় স্বাভাবিক কার্যক্রমে বিঘ্নও কম ঘটে।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, “এফআরপি টাওয়ারটি শুধু একটি অবকাঠামোগত উদ্ভাবন নয়, এটি টেকসই ও ভবিষ্যত-প্রস্তুত টেলিকম ইকোসিস্টেম গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।”

তিনি আরও বলেন, “উদ্ভাবনী উপকরণ ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এমন এক অবকাঠামো তৈরি করছি, যা দেশের ডিজিটাল সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও টেকসই করে তুলবে।”

ইডটকোর তথ্য অনুযায়ী, এফআরপি টাওয়ার মরিচা, আর্দ্রতা, প্রাকৃতিক আবহাওয়া ও রাসায়নিক ক্ষয়ের প্রতিরোধী। ফলে উপকূলীয় ও শিল্প এলাকায়ও এটি দীর্ঘস্থায়ীভাবে কার্যকর থাকে। রক্ষণাবেক্ষণ খরচ প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমে যায় এবং পুনঃরঙ বা অতিরিক্ত প্রলেপের প্রয়োজন হয় না, যা ব্যয় ও পরিবেশ উভয় দিক থেকেই উপকারী।

দেশে দ্রুত বাড়তে থাকা ডেটা চাহিদা পূরণে দৃঢ় ও পরিবেশবান্ধব নেটওয়ার্ক গড়ে তুলতে ইডটকো ভবিষ্যতে আরও এফআরপি টাওয়ার স্থাপনের পরিকল্পনা করছে।