ঢাকা     ১০ অক্টোবর ২০২৫ ||  ২৫ আশ্বিন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্যাটেলাইট উৎক্ষেপণে দায়িত্ব পেলো স্পেসএক্স

প্রকাশিত: ১৬:২৪, ৫ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্যাটেলাইট উৎক্ষেপণে দায়িত্ব পেলো স্পেসএক্স

মার্কিন স্পেস ফোর্স ২০২৬ অর্থবছরের জাতীয় নিরাপত্তা উৎক্ষেপণ (NSSL Phase 3 Lane 2) কার্যক্রমের জন্য সাতটি মিশনের মধ্যে পাঁচটি মিশন বরাদ্দ করেছে বানিজ্যিক রকেট নির্মাতা স্পেসএক্সকে। বাকি দুইটি মিশন পেয়েছে United Launch Alliance (ULA)। 

ঘোষিত বরাদ্দ অনুযায়ী স্পেসএক্সকে মোট প্রায় $714 মিলিয়ন দেয়া হয়েছে, যেখানে রয়েছে বোয়িং নির্মিত Wideband Global SATCOM-এর ১২তম স্যাটেলাইট (USSF-206), তিনটি শ্রেণীবদ্ধ স্পেস-ফোর্স পে-লোড এবং NROL-86 গোয়েন্দা উৎক্ষেপণ। ULA-কে দু’টি মিশনের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় $428 মিলিয়ন, যেগুলোর মধ্যে রয়েছে USSF-88 (GPS III Follow-On) এবং NROL-88। 

এই বরাদ্দগুলো NSSL Phase 3 Lane 2 চুক্তির আওতাভুক্ত। প্রোগ্রামটি বহু বছরের জন্য পেন্টাগনের সবচেয়ে জটিল জাতীয় নিরাপত্তা উৎক্ষেপণ মিশনগুলো চালানোর পরিকল্পনার অংশ। Lane 2 চুক্তি মোটামুটি $13.5–$13.7 বিলিয়ন মূল্যের ৫৪টি মিশনের জন্য ধার্য করা হয়েছিল এবং কোম্পানিগুলোকে ২০২৭-এর পর থেকে মিশন বাস্তবায়নের জন্য পর্যায়ভুক্ত করা হচ্ছে। 

অন্যদিকে Blue Origin এই রাউন্ডে কোনো মিশন পায়নি। কোম্পানির New Glenn রকেট এখনও জাতীয় নিরাপত্তা উৎক্ষেপণের পূর্ণ সার্টিফিকেশন পায়নি বলে কর্মকর্তারা জানিয়েছে। New Glenn-এর সার্টিফিকেশন অগ্রসর হলে Blue Origin-এর জন্য ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা মিশনে অংশগ্রহণের দরজা খুলবে বলে আশা করা হচ্ছে।