প্রযুক্তি জায়ান্ট মেটা ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করতে যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই সীমিত পরিসরে এই ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
নতুন এই সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক ফিচারসহ অতিরিক্ত সুবিধা পাবেন। তবে মেটা জানিয়েছে, প্ল্যাটফর্মগুলোর মূল সেবা আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে।
প্রিমিয়াম প্যাকেজে এআই সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভিডিও জেনারেশন টুল ‘ভাইবস (Vibes)’–এর মতো ফিচার যুক্ত হতে পারে, যা এআই দিয়ে ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি সহজ করবে। গত সেপ্টেম্বরে মেটা এআই অ্যাপের সর্বশেষ সংস্করণে ভাইবস উন্মোচন করা হয়। এছাড়া, ডিসেম্বর মাসে প্রায় ২০০ কোটি ডলারে কেনা চীনা-প্রতিষ্ঠিত এআই কোম্পানি ম্যানাস (Manus)–এর প্রযুক্তিও সাবস্ক্রিপশন পরিকল্পনায় যুক্ত করার কথা ভাবছে মেটা।
ম্যানাসের এআই এজেন্টগুলো তুলনামূলকভাবে বেশি স্বয়ংক্রিয়—যেগুলো ভ্রমণ পরিকল্পনা বা প্রেজেন্টেশন তৈরির মতো জটিল কাজ স্বল্প নির্দেশনাতেই সম্পন্ন করতে পারে। ব্যবসায়িক গ্রাহকদের জন্য ম্যানাসের আলাদা সাবস্ক্রিপশন চালু থাকবে।
এর আগে ২০২৩ সালে মেটা পেইড ভেরিফিকেশন সেবা চালু করে, যেখানে মাসিক ফি দিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্লু টিক পাওয়া যায়। বিশ্লেষকদের মতে, বিজ্ঞাপননির্ভর আয়ের বাইরে নতুন রাজস্ব উৎস তৈরির কৌশল হিসেবেই মেটা এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেল পরীক্ষা করছে।
