ঢাকা     ০৫ নভেম্বর ২০২৫ ||  ২১ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন হেলিও ৪৫

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ৫ নভেম্বর ২০২৫

বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন হেলিও ৪৫

দেশের প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড হেলিও নিয়ে এলো নতুন স্মার্টফোন হেলিও ৪৫, যা বাজেটের মধ্যেই ফ্ল্যাগশিপ ফিচার দিচ্ছে। 

এডিসন গ্রুপের এ ব্র্যান্ডটি স্মার্টফোনটি বাজারে এনেছে দুটি ভ্যারিয়েন্টে—৬/১২৮ জিবি এবং ৮/১২৮ জিবি, যথাক্রমে ১১,৯৯৯ টাকা ও ১২,৯৯৯ টাকায়। সঙ্গে থাকছে গ্রামীণফোনের বিশেষ বান্ডেল অফার।

হেলিও ৪৫ অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চালিত, যা গুগলের সর্বশেষ ফিচার ও উন্নত কাস্টমাইজেশনের সুবিধা দেবে। এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ ১২০ হার্জ ডিসপ্লে এবং আয়রন গার্ড গ্লাস প্রোটেকশন, যা স্ক্রিনকে ভাঙা বা ফাটল থেকে রক্ষা করবে।

ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট ও ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, যা মাল্টিটাস্কিং ও গেমিংয়ে দেবে মসৃণ পারফরম্যান্স। র‍্যাম বাড়ানো যাবে মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি সেন্সরযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দেবে ডিএসএলআর মানের ছবি ও ভিডিও।

ব্যাটারির দিক থেকে এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, যা মাত্র দেড় ঘণ্টায় পুরো চার্জ হয়ে যায়। এছাড়া এতে আছে আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, ও রিভার্স চার্জিং সুবিধা।

হেলিও ৪৫ সম্পর্কে এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ বলেন, স্মার্টফোন এখন শুধু একটি ডিভাইস নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। হেলিও ৪৫ সেই অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যেখানে পারফরম্যান্স এর পাশাপাশি প্রিমিয়াম ডিজাইনের মিশ্রণ ঘটেছে।

তিনটি রঙে—মিন্ট গ্রীন, স্পেস ব্ল্যাক ও নেভি ব্লু—উপলব্ধ হেলিও ৪৫ স্মার্টফোনটি দেশের বাজেট ফোন বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে এডিসন গ্রুপ।